ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

শ্রীপুরে বিভিন্ন বাজার ও পথচারীসহ লকডাউন অমান্য করায় ভ্রাম্যমান আদালতের অভিযান

গাজীপুরের  শ্রীপুরে  সরকার ঘোষিত কঠোর সর্বত্মাক লকডাউনের বিধি নিষেধ অমান্য করায় পথচারী সহ উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসা প্রতিষ্ঠানকে১৩টি মামলায় ৫ হাজার ২শত ১০ টাকা    জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। লকডাউন এর বিধি নিষেধ কার্যকর করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা চালানো হয়েছে। আজ মঙ্গলবার  (৬ জুলাই) সকালে সাত দিনের লকডাউন এর ষষ্ঠ দিনে তিনঘণ্টাব্যাপী  সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন নেতৃত্বে মাওনা চৌরাস্তাসহ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালিত হয়। এসময় লকডাউন অমান্য করায়  নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে  সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে দোকান-পাট খোলা, অযথা ঘোরাফেরা ও স্বাস্থ্যবিধি না মানায়১৩টি মামলায় বিভিন্ন পথচারী ও ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫ হাজার ২শত ১০ টাকা জরিমানা করা হয়েছে।মাস্ক ব্যবহার না করা,বিনা কারণে ঘরে থেকে বের হওয়ার জন্য ১১ টি মামলায় ১২ শত ১০ টাকা এবং সরকারি বিধি নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে জন্য ২ টি মামলায়  বেস্ট ইলেক্ট্রনিক্স ও সিঙ্গার প্লাস প্রত্যকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের জেল প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।অভিযান পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন, , প্রধানমন্ত্রী  শিক্ষা সহয়তা ট্রাস্টের,সহকারী পরিচালক,যাদব সরকার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আতিক এস বি সাত্তার, শ্রীপুর থানার উপপরিদর্শক মো ইমরান সহ অসংখ্য ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ ।উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, লকডাউন কার্যকর ও জনসাধারণকে সচেতন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলায় মাইকিং করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। যারা সরকারি ঘোষিত নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

ads

Our Facebook Page